শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী দেয়া নিয়ে বিএনপিতে বিভক্তি

মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী দেয়া নিয়ে বিএনপিতে বিভক্তি

নানা নাটকীয়তার পর একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বাচিতদের মধ্যে পাঁচজন নেতা শপথ গ্রহণ করে সংসদে গেলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। খালেদা জিয়া কারাগারে থাকায় তার আসন বগুড়া-৬ থেকে নির্বাচন করে জয়ী হন মির্জা ফখরুল। কিন্তু শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনিই প্রথম যিনি দেশের মানুষের ভোটের প্রতি শ্রদ্ধা না রেখে সংসদ সদস্য হিসেবে শপথ থেকে বিরত থেকেছেন।

মির্জা ফখরুলের এমন কাণ্ডে গত ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন বগুড়া- ৬ আসন শূন্য ঘোষণা করেন। যার কারণে উক্ত আসনে আগামী ২৪ জুন ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে বিএনপিতে চলছে ব্যাপক হাঙ্গামা। ফলে বিভক্ত বিএনপির একপক্ষ বলছে, ২৪ জুনের নির্বাচনে অংশ নিতে। অপরপক্ষ বলছে, নির্বাচনে অংশ না নেয়াই উত্তম হবে।

এ প্রসঙ্গে নির্বাচন সমর্থক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রথমে আমরা বলেছিলাম শপথ গ্রহণ করবো না। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা শপথ নিলাম। যার কারণে বাংলাদেশের মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। বিএনপির সব নেতা শপথ গ্রহণ করলেও মির্জা ফখরুল শপথ গ্রহণ না করায় আরো বিভ্রান্তি তৈরি হলো। আমরা আর সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে চাই না। বগুড়া ৬ আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসন আমরা হাতছাড়া করতে চাই না। যেহেতু বিএনপির একাধিক নেতা শপথ গ্রহণ করেছেন, ফলে আমি মনে করি ২৪ জুনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত।

তবে বিষয়টি মেনেই নিতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বগুড়া ৬ আসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। কারণ এ আসনে আমরা জয়ী হবার পরও সংসদে যাই নি। এতো কিছুর পরও যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি তবে, সাধারণ মানুষের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। অতএব নির্বাচনে অংশ নেয়ার কোনো প্রয়োজন নেই।

অন্তর্কোন্দল থেকে বের হতে পারছে না বিএনপি। দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়ার পক্ষে, অপর অংশ বিপক্ষে। দলের মধ্যে মতের অমিল অবসান একযুগেও করতে পারলো না বিএনপি। এমন চলতে থাকলে আগামী ১০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই