শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেয়ার খালি নেই, খালেদা জিয়াকে ভুলতে বসেছে বিএনপি

চেয়ার খালি নেই, খালেদা জিয়াকে ভুলতে বসেছে বিএনপি

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হবার পর থেকে বিএনপির যেকোনো অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য চেয়ার খালি রাখতো। কিন্তু এক বছরের মাথায় সেই চিত্র বদলে গেছে। প্রশ্ন উঠেছে, খালেদা জিয়াকে কী তবে ভুলতে শুরু করেছে বিএনপি? কেননা, বিগত কয়েকটি অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য কোনো চেয়ারই খালি রাখছে না বিএনপি।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেইলি রোডের একটি ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। গত বছর ইফতার মাহফিলের মঞ্চে খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার খালি রাখা হলেও এবার তা করেনি বিএনপির নেতারা।

এ প্রসঙ্গে ইফতার মাহফিলে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি কোনো কথা বলতে রাজি হন নি। তবে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাড়াহুড়ো করতে গিয়ে খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখতে ভুলে গেছি আমরা। এটি নিয়ে জল ঘোলা করার কিছু নেই। চেয়ার রাখা না রাখা বিষয় না, তিনি আমাদের অন্তরেই আছেন।

এদিকে খালেদা জিয়ার জন্য চেয়ার খালি না রাখার বিষয়টিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। বেইলি রোডের সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম, কিন্তু যখনই দেখেছি খালেদা জিয়ার জন্য কোনো চেয়ার খালি রাখা হয়নি, তখনই আমি অনুষ্ঠান ত্যাগ করে নয়াপল্টন কার্যালয়ে চলে আসি। দলের কিছু নেতা চাইছেন, খালেদা জিয়াকে বিএনপির রাজনীতি থেকে মুছে ফেলতে, আর এই কারণেই তার জন্য চেয়ার খালি রাখা হয় নি। আমি এর তীব্র নিন্দা জানাই।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এক বছর পার হতে না হতেই খালেদা জিয়াকে ভুলতে বসেছে বিএনপি। অনেকেই চাইছেন, পুরো দলটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে, আবার অনেকেই বিএনপিকে ভেঙে নতুন শক্তি তৈরি করতে চাইছেন। বিএনপির এমন সমন্বয়হীন রাজনীতির কারণে ইতিমধ্যে ২০ দল ছেড়ে বিদায় নিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এমন চলতে থাকলে জোটে থাকা অপর শক্তিগুলোও বিএনপিকে ছেড়ে চলে যাব। যখন নিঃস্ব হবে বিএনপি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই