শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেকোনো মুহূর্তে ভাঙতে পারে ২০ দলীয় জোট, ভীত নয় বিএনপি!

যেকোনো মুহূর্তে ভাঙতে পারে ২০ দলীয় জোট, ভীত নয় বিএনপি!

শপথ ইস্যুতে বিএনপির পর এবার বিভক্তি স্পষ্ট হয়েছে ২০ দলীয় জোটে। বিএনপির উপর অভিমান করে এরইমধ্যে জোট ছেড়েছে বিজেপি। জোট ছাড়ার হুমকি দিয়েছে লেবার পার্টিও। শপথ ইস্যুতে এলডিপি, কল্যাণ পার্টিসহ আরো কয়েকটি শরিক দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবিশ্বাসের কারণে যেকোনো সময় ২০ দলীয় জোট ভেঙ্গে যেতে পারে বলেও নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে জোটের শরিক দল এলডিপি’র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম বলেন, শপথ নিয়ে মিথ্যাচার করে বিএনপি জোটের সঙ্গে তথা দেশবাসীর সঙ্গে বেইমানি করেছে। যার কারণে বিজেপি জোট ছেড়েছে, অনেকেই আবার জোট ছাড়ার হুমকি দিচ্ছেন। জোটের এই বেহাল দশার জন্য এককভাবে বিএনপিকে দায়ী করবো।

তিনি আরো বলেন, জোটে অবিশ্বাস ও প্রতারণার রাজনীতি ভর করেছে। যে আদর্শ ও নীতির ভিত্তিতে জোট গঠন করা হয়েছিল, সেই স্থান থেকে ছিটকে পড়েছে এই জোট। যার কারণে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে আমাদের রাজনীতি। আর এ কারণেই ভাঙন ত্বরান্বিত হচ্ছে জোটের রাজনীতিতে।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ধানের শীষ প্রতীকে জয়লাভের লোভে যারা বিএনপির সকল প্রস্তাবে রাজি ছিলেন, আজ কোন প্রলোভনে পড়ে তারা জোটে বিশৃঙ্খলার জন্য বিএনপিকে দায়ী করছেন? লাভের আশায় জোটের অনেক নেতা অতীতে মুখে কুলুপ এঁটেছিলেন? আজকে কার ইশারায় তারা এমন করছে, সেটি আমার কাছে বোধগম্য নয়।

তিনি কিছুটা সময় নিয়ে বলেন, বিএনপিকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে ভীত হয়েই দল ছাড়ার পাঁয়তারা করছেন এবং জোট ভাঙার অপচেষ্টা করছেন বেশকিছু নেতা। শুনেছি, একটি মহলের ইশারায় এমনটা করছেন পার্থ, ডা. ইরানের মতো নেতারা। জোট ভাঙলে বিএনপির তেমন ক্ষতি হবে না, কিন্তু ছোট ছোট দলগুলো অভিভাবকহীন হয়ে পড়বে। সুতরাং জোট ভেঙে দেয়ার হুমকিতে ভয় পায় না বিএনপি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই