বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুখ বন্ধ করতে রাজি নন গয়েশ্বর, উপেক্ষিত তারেক-ফখরুল!

মুখ বন্ধ করতে রাজি নন গয়েশ্বর, উপেক্ষিত তারেক-ফখরুল!

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বিজয়ী ৫ নেতা সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মনে করলেও এনিয়ে ভিন্ন সুর বাজিয়েই চলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক শপথ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে- মির্জা ফখরুল এমন বক্তব্য বারবার দিলেও তা মানতে চাইছেন না গয়েশ্বর।

গয়েশ্বর সর্বশেষ বলেছেন, সিদ্ধান্ত সঠিক হয়েছে কি না, তা সময়ই বলে দেবে!

নিজেদের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক সদস্য নিয়ে এবার সংসদে যোগ দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে খালেদা জিয়ার দলের সদস্য সংখ্যা ৬। দলের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, আমি আর কিছু বলতে চাই না তবে, রং ডিসিশন ইজ বেটার দেন ইনডিসিশন।

বিএনপির বিজয়ীরা শপথ নেবেন না- এমন সিদ্ধান্তে অনড় থাকলেও শপথ গ্রহণের শেষ সময়ের দিকে ৫ বিজয়ীকে সংসদে যোগ দেয়ার অনুমতি দেন তারেক রহমান। সে মোতাবেক শপথ নেয় দলের ৫ সাংসদ। তারেক রহমান কর্তৃক নির্দেশিত হয়ে তারা শপথ নিলে দলের নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেতাদের অভিযোগ, স্থায়ী কমিটির সদস্যদের না জানিয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের নেতারা প্রকাশ্যে এই সিদ্ধান্তের সমালোচনা করতে থাকেন। প্রায় অধিকাংশ নেতাই মনে করেন যে, এই সিদ্ধান্তটি আত্মঘাতী, অসম্মানজনক এবং হাস্যকর। যেখানে অনড় অবস্থানে দাঁড়িয়ে আছেন গয়েশ্বর।

বিএনপির একটি সূত্রের বরাতে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রকাশ্য সমালোচনা করায় গয়েশ্বর চন্দ্রকে ফোন দিলে উপরন্তু তারেক রহমানকেই প্রশ্নবাণে জর্জরিত করেন গয়েশ্বর। তারেক গয়েশ্বরের কাছে বিরোধিতার কারণ জানতে চাইলে উল্টো গয়েশ্বর রায় জানতে চান, দল চালাচ্ছে কে? দল কি কোনো ব্যক্তি চালায়? দল তো চলতে হবে একটা সম্মিলিত সিদ্ধান্তের আলোকে। সম্মিলিত সিদ্ধান্ত নেয়ার কেন্দ্র হলো স্থায়ী কমিটি। স্থায়ী কমিটিতে আলোচনা না করে কিভাবে পাঁচজন এমপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিলো? তারা যদি সংসদে যাবেই তাহলে কেনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে গেলেন না? আমি জানি এসবের কোনো উত্তর নেই আপনার কাছে।

এসময় তারেক রহমানকে গয়েশ্বর বলেন, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে দলে আমূল পরিবর্তন করতে হবে। প্রয়োজনে দল বাঁচানোর স্বার্থে বহিষ্কারও করতে হবে। এছাড়া বিএনপিকে সঠিক পথে ফিরিয়ে আনার দ্বিতীয় কোনো পথ নেই। আর যদি রাজনীতি করতেই চান, তাহলে দেশে এসে প্রত্যক্ষভাবে রাজনীতি করুন। বাইরে থেকে হঠাৎ হঠাৎ নির্দেশনা দিলে দলে বিভ্রান্তি বাড়বে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর