বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেগম জিয়ার মুক্তির ইস্যুতে উজ্জীবিত হওয়ার প্রচেষ্টায় বিএনপি

বেগম জিয়ার মুক্তির ইস্যুতে উজ্জীবিত হওয়ার প্রচেষ্টায় বিএনপি

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী বেগম জিয়াকে নিয়ে নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে বিএনপি। প্যারোল ও জামিনে মুক্তি নিয়ে বিএনপি ইস্যু তৈরি করে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

তবে যেহেতু বিভেদ ও বিশৃঙ্খলা বিরাজমান রয়েছে দলটির ভেতরে, তাই শেষ পর্যন্ত বিএনপির এই পরিকল্পনাও ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাংগঠনিক দুর্বলতা, পরনির্ভরশীলতা, অবিশ্বাস এবং নেতৃত্বহীনতার কারণে বিএনপির আগামীর সম্ভাব্য সব ইস্যুগুলোর অপমৃত্যু হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিএনপির হঠাৎ রাজনৈতিক সরবতাকে দেশ ও দশের জন্য অশনি সংকেত হিসেবে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক একজন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপির রাজনীতিতে হঠাৎ ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে এতদিন দাবি-দাওয়া বক্তব্যে সীমাবদ্ধ থাকলেও দিন দিন বিএনপির দাবি বাড়ছেই। সেই সাথে দলটির ষড়যন্ত্রের আভাসও স্পষ্ট হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে তারা যে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছে সেটি কিন্তু দলটির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট হচ্ছে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনদের বিএনপির ষড়যন্ত্র ও কুপরিকল্পনার বিষয়ে সচেতন থাকতে হবে। দেশকে পুনরায় অস্থিতিশীল ও অগ্নিকুণ্ডের রূপে দেখতে চাই না আমরা।

বিষয়টিকে বিশদভাবে ব্যাখ্যা করে পরিচয় গোপন রাখার স্বত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের একজন অধ্যাপক বলেন, ইস্যু বিহীন বিএনপি হঠাৎ করে বেগম জিয়ার মুক্তি নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়ে লুকায়িত পরিকল্পনাগুলো অবচেতনেই ফাঁস করছে। দীর্ঘদিন রাজনৈতিকভাবে অলস অবস্থায় থাকায় বিএনপি নেতারা হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেয়েছেন। আমার ধারণা, খালেদাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা করতে মিত্র ও সহযোগী সংস্থাগুলোর গ্রিন সিগন্যাল পেয়েই দলটির নেতারা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশে হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টির আভাস দিচ্ছেন দলটির নেতারা। আইনি লড়াইয়ে জয়ী হয়ে মুক্ত হতে পারলে বেগম জিয়াকে গ্রহণ করতে পারে জনগণ। তবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশবাসীকে জিম্মি করে মুক্তির চেষ্টা করলে সেটি মেনে নিবে না কেউ। বিএনপি যদি এমন চিন্তাও করে থাকে তবে সেটি বেগম জিয়াকে আরো জন বিচ্ছিন্ন করে তুলবে বলে আমি মনে করি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক