বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনশন কর্মসূচির খরচ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন মির্জা ফখরুল-মোশাররফ

অনশন কর্মসূচির খরচ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন মির্জা ফখরুল-মোশাররফ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচির শেষে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতারা। অনশন স্থলের ভাড়া পরিশোধ করা, অনশন শেষে অতিথি আপ্যায়ন ও অন্যান্য খরচ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ হোসেন।

ঘটনাস্থলে উপস্থিত দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সহচর শামিম আকন্দের বরাতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই গণঅনশন কর্মসূচি চলে বেলা ৩টা পর্যন্ত। তবে অনশন কর্মসূচিতে সময়মতো উপস্থিত হওয়া নিয়ে প্রথমেই দ্বন্দ্ব সৃষ্টি হয় মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফের মধ্যে। পরবর্তীতে হাফিজ উদ্দিনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

শামিম আকন্দ জানান, অনশন কর্মসূচি সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট দেরিতে অর্থাৎ ১০.১৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন মির্জা ফখরুল। তাতেই চটে যান খন্দকার মোশাররফ হোসেন। তিনি সময়-জ্ঞান না থাকা এবং সমন্বয়হীনতার কারণে বিএনপিকে আজ ভুগতে হচ্ছে বলেও অভিযোগ করলে মির্জা ফখরুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। পাশাপাশি তাকে জ্ঞান না দিয়ে চুপচাপ বসে থেকে অনশন সফল করার জন্য আহ্বান জানালে পরিস্থিতি বিগড়ে যায়।

শামিম আরো জানান, একপর্যায়ে হাফিজ উদ্দিন স্যার এগিয়ে এসে দুজনকে শান্ত হতে বলেন এবং নিজেদের টানাহেঁচড়া বন্ধ করার অনুরোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিপত্তি বাধে অনুষ্ঠান শেষে খরচের তালিকা দেখে। অনুষ্ঠানস্থল ভাড়া, অতিথি আপ্যায়ন ও যাবতীয় খরচের ৫ লাখ টাকার তালিকা দেখে ঘাবড়ে যান মির্জা ফখরুল এবং এতগুলো টাকা একা পরিশোধ করতে অসম্মতি প্রকাশ করেন। তিনি এসময় মোশাররফ সাহেব ও হাফিজ স্যারকে খরচ শেয়ার করার অনুরোধ করলে তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তীতে ঐক্যফ্রন্ট নেতা মান্নার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে ঘটনাস্থলে উপস্থিত নেতারা সিনিয়র নেতাদের বাদানুবাদ এবং কৃপণতায় হতবাক হয়ে পড়েন। বেগম জিয়ার মুক্তি নিয়ে দরকষাকষি এবং ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ায় অনুষ্ঠানস্থলে ছি ছি রব উঠে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক