শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির গণঅনশন নিয়ে প্রশ্ন

বিএনপির গণঅনশন নিয়ে প্রশ্ন

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর এক প্রকার ঝিমিয়ে পড়েছে বিএনপির রাজনীতি। দলীয় মতবিরোধ ও নেতৃত্বে আস্থাহীনতার কারণে বলার মতো কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না বিএনপি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি রুটিনমাফিক কিছু বিচ্ছিন্ন সংবাদ সম্মেলন, বিভিন্ন সভা সমাবেশে আর প্রতীকী আন্দোলন কর্মসূচিতেই সীমাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল দলটির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড় অংশ ৬ ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। বিএনপির এই প্রতীকী অনশন নিয়ে নানা রকম ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে।

খালেদার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৭ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন শুরু করে বিএনপি। এরপর বিকেলে ৪টা ৩৮ মিনিটে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান।

বিএনপির এই প্রতীকী গণঅনশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন গণঅনশনে অংশ নেওয়া খোদ বিএনপি ও ঐক্যফ্রন্টের একাধিক নেতা। তাদের মতে এরকম গণঅনশন করে কোনো লাভ হবে না। এরকম হাস্যকর কর্মসূচির মাধ্যমে দিন দিন বিএনপি দেশের মানুষের কাছে উপহাসে পরিণত হতে চলেছে।

অনশনে অংশ নেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “আপনারা এমনি হলের ভেতর আগামী একশ বছর গণঅনশনই বলুন আর আমরণ অনশনই বলুন, এসব করে শেখ হাসিনাকে নড়াতে পারবেন না। শেখ হাসিনাকে নড়াতে হলে রাজপথে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। এরকম প্রতীকী কর্মসূচির কারণে ধীরে ধীরে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল হারিয়ে যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে গণঅনশনের নামে গণতামাশার পরিবর্তে গণআন্দোলন কর্মসূচি প্রত্যাশা করে। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে অবিলম্বে গণআন্দোলন কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করতে হবে।''

পাশাপাশি বিএনপির মূল দাবি খালেদা জিয়ার প্যারোলে মুক্তিরও বিরোধিতা করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “প্যারোলে মুক্তি হবে বেগম জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। সেজন্য আপনাদের আমি বলব, আপনাদের সাথে সংহতি প্রকাশের জন্য নয়, আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, গণতন্ত্রের মুক্তি, মানুষের মুক্তি এদেশের স্বাধীনতার মুক্তির জন্য আমি এখানে এসেছি।''

এদিকে ৬ ঘন্টার এই প্রতীকী অনশন নিয়েই দ্বিধাবিভক্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতাদের বড় একটি অংশ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনশন করলেও তাতে যোগ দেননি রিজভী। বরাবরের মতোই রিজভী তার পক্ষের কিছু সিনিয়র নেতাকর্মী নিয়ে পল্টনে দলটির দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছে।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক