শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কারণে মোকাব্বির খানকে বহিষ্কার করেননি ড. কামাল!

যে কারণে মোকাব্বির খানকে বহিষ্কার করেননি ড. কামাল!

গণফোরাম নেতা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানকে চেম্বার থেকে বের করে দিয়েছেন গণফোরামের সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মোকাব্বির খানকে বহিষ্কারের কথা বলা হলেও দলগতভাবে লিখিত কোনো সিদ্ধান্ত জানায়নি গণফোরাম। তবে দল ও জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে প্রথমবারের মতো ড. কামালের সঙ্গে দেখা করতে যান মোকাব্বির খান।

ঘটনাস্থলে উপস্থিত একজন বলেন, ড. কামাল হোসেন মোকাব্বিরকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলেন। এর পরপরই ড. কামাল তার পিএসসহ কয়েকজনকে বলেন, ‘ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ফারদার যেন এখানে আর না দেখি।’ এই সংবাদ সকলের জানা হলেও এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি মোকাব্বির খানকে। তবে খুব শিগগিরই তাকে দল থেকে বহিষ্কার হবে বললেও তা ঠিক কখন করা হবে তা বোঝা যাচ্ছে না। অথবা আদৌ করা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এ প্রসঙ্গে মোস্তফা মহসীন মন্টু বলেন, আমরা গণফোরামের কেন্দ্রীয় সদস্যরা খুব তাড়াতাড়ি বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে আমাদের সিদ্ধান্ত এখন বিএনপি নির্ভর। আর এই কারণেই একটু দেরি হচ্ছে। বিএনপি থেকে যে পরামর্শ দেয়া হবে, আমরা সেই অনুসারে কাজ করবো। আপাতত আমরা তাকে চেম্বার থেকে বের করে দিয়েছি।

মোকাব্বির খানকে কি দল থেকে বহিষ্কার করা হবে- এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, অবশ্যই বহিষ্কার করা হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে মোস্তফা মহসীন মন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে গণফোরাম। মোকাব্বির খান গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, শপথ নেয়ার বিষয়ে গণফোরাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত নয়। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিয়েছেন। যার কারণে আমরা তাকে বহিষ্কার করবো। তবে এর আগে তারেক রহমানের পরামর্শ প্রয়োজন হবে বলে আশা করা হচ্ছে।

এমন প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে যে, যেহেতু ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী ৮ জন সাংসদের মধ্যে এরইমধ্যে ২ জন শপথ নিয়েছেন এবং বাকি বিজয়ীরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে পারেন বলে কানাঘুষা চলছে, তাই সংসদে যোগ দেয়া নিয়ে মোকাব্বির খানকে বহিষ্কার করার আগে আরও কিছু সময় নেয়া হতে পারে বলে জানা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক