শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৈঠকে আশাহত বিএনপি নেতৃবৃন্দ, তারেকের নাম শুনেই চটলেন কূটনীতিকরা!

বৈঠকে আশাহত বিএনপি নেতৃবৃন্দ, তারেকের নাম শুনেই চটলেন কূটনীতিকরা!

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা সেবা সম্পর্কে জানাতে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেও খালি হাতে ফিরলেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও দলটির একাধিক দায়িত্বশীল সংস্কারপন্থী সূত্র বলছে, সরকারের সঙ্গে সমঝোতা করে বেগম জিয়ার প্যারোলে মুক্তির ব্যবস্থা করার জন্য কূটনীতিকদের অনুরোধ করেন নেতারা। পাশাপাশি উন্নত চিকিৎসার নামে লন্ডন অথবা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। সেই সাথে দলের সিনিয়র নেতৃবৃন্দকে মামলা-হামলার হাত থেকে রক্ষা করতে সরকারের সঙ্গে নেগোসিয়েশনের জন্যও অনুরোধ করা হয়েছে। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়গুলোর দণ্ড কমিয়ে তুলনামূলক কম সাজার ব্যবস্থা করে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য কূটনীতিকদের অনুরোধ করেন বিএনপি নেতারা। মূলত তারেক রহমানের নির্দেশে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন দলটির নেতারা বলেও জানা গেছে। বিদেশে দীর্ঘদিন উদ্বাস্তু জীবনযাপনে বিরক্ত হয়ে এবং বেগম জিয়ার মুক্তির ব্যবস্থা করতে অনেকটা অসহায় হয়েই তারেক রহমান কূটনীতিকদের দ্বারস্থ হতে বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। যদিও বৈঠকটির উদ্দেশ্য সফল হয়নি এবং বিএনপি নেতারা আশাহত হয়েছেন বলেও জানা গেছে।

গুলশান পার্টি অফিসের সংস্কারপন্থী একটি সূত্র বলছে, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে প্রথমেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের বর্তমান বেহাল দশা, বেগম জিয়ার মুক্তিতে দলীয় ব্যর্থতা, তারেক রহমানের প্রত্যাবর্তনের পরিবেশ তৈরিতে কূটনীতিকদের সহায়তা চান। অন্তত বেগম জিয়ার প্যারোলে মুক্তির ব্যবস্থা করতে সরকারের উপর চাপ সৃষ্টির জন্য কূটনীতিকদের অনুরোধ করেন তিনি। যেহেতু বেগম জিয়া প্রমাণিত দুর্নীতি মামলায় দণ্ডিত হয়েছেন, তাই তার প্যারোলের ব্যাপারে সরকারের নেগোসিয়েশন করতে নিজেদের অপরাগতা প্রকাশ করে কূটনীতিকরা।

এছাড়া তারেক রহমানের ব্যাপারে কথা বলতেই চটে যান ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা। জঙ্গিবাদে মদদ দেয়া, সীমাহীন দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ এনে তারেক রহমানের ব্যাপারে কোনোরকম সহযোগিতা না করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরলে হতাশা বিরাজ করে বিএনপি নেতাদের মনে। যদিও মির্জা ফখরুল, মওদুদ আহমেদ অনেক চেষ্টা করেও কূটনীতিকদের সামনে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন।

সূত্রটি আরো বলছে, বিএনপির বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন বিদেশি কূটনীতিকরা। পাশাপাশি বেগম জিয়ার মুক্তির জন্য দেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধা রাখারও আহ্বান জানান তারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই