শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরনির্ভরশীল রাজনীতির খপ্পরে জেনারেশন গ্যাপের শঙ্কায় বিএনপি

পরনির্ভরশীল রাজনীতির খপ্পরে জেনারেশন গ্যাপের শঙ্কায় বিএনপি

৩০ ডিসেম্বর নির্বাচনের পর বিএনপির রাজনীতি ভিন্নধারায় প্রবাহিত হচ্ছে। দলীয় সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা, দলত্যাগ, বহিষ্কার, আন্দোলন বিমুখতা, দোষারোপের খেলা এবং মাত্রাতিরিক্ত পরনির্ভরশীলতার কারণে বিএনপির রাজনীতিতে মেরুকরণ সৃষ্টি হওয়ায় জেনারেশন গ্যাপে পড়তে পারে বিএনপির রাজনীতি বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে গবেষণা ও প্রায়োগিক গবেষণামূলক রাজনীতির চর্চার অভাবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি সংকটে পড়বে। ভুল রাজনৈতিক দর্শন ও অদূরদর্শিতার কারণে দলটির ভোগান্তি সহজেই দূর হবে না এবং বিএনপির রাজনীতিতে জেনারেশন গ্যাপও সৃষ্টি হবে।

বিএনপির দুর্দশা ও রাজনৈতিক সংকট কৃত্রিমভাবে সৃষ্টি এবং এর জন্য দলটির কেন্দ্রীয় নেতারা দায়ী বলে মনে করছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিএনপির রাজনীতি একটি গণ্ডির ভেতর আটকা পড়েছে। বিরোধী দলে থেকেও সংগঠনটির নেতাদের বিরুদ্ধে কমিটিভিত্তিক মনোনয়ন বাণিজ্য, সংসদ নির্বাচনে সীমাহীন দুর্নীতি করে প্রতিনিধি বাছাইয়ের অভিযোগ রয়েছে। দুর্নীতির কবল থেকে যে দল এক দশকেও বের হতে পারেনি, সেই দলের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখাটা একেবারেই বেমানান।

তিনি আরো বলেন, ক্ষমতায় যাওয়ার নয় বরং ভঙ্গুর দশা থেকে বের হয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য দলের ভেতর শুদ্ধি অভিযান চালাতে হবে। অকর্মণ্য, অলস, ভীতু এবং অভিযোগকারীদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে তুলনামূলক তরুণ নেতৃত্বকে সুযোগ দিলেই বিএনপি রাজনীতিতে ভালো করতে পারবে। সমস্যার দ্রুত সমাধান না হলে রাজনৈতিকভাবে জেনারেশন গ্যাপে পড়তে পারে বিএনপি। তাড়াহুড়ো নয় বরং সময় নিয়েই বিএনপির পুনর্গঠন জরুরি।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা একটি হতাশাজনক সময়ের মধ্যে যাচ্ছি, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাজনীতিতে বিএনপির বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি। তিনি আরো বলেন, সরকারের বাধা, মামলা-গ্রেফতার ইত্যাদি কোনো জনপ্রিয় দলকে দমাতে পারে না।

তিনি আরো বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারাটা বিএনপির একটি বড় ব্যর্থতা বলা চলে। বিএনপির রাজনীতি অতীতাশ্রয়ী হয়ে পড়ায় নতুন করে আন্দোলন-সংগ্রামে জড়াতে পারছে না। জেনারেশন গ্যাপ হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। তবে অচিরেই সকল সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। সব সময় অবস্থা এক থাকে না।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই