বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের শরিক নেতাদের ওপর চটেছেন কামাল

ঐক্যফ্রন্টের শরিক নেতাদের ওপর চটেছেন কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শোচনীয় পরাজয় ও আঁতাত করে ব্যক্তিস্বার্থ রক্ষার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। এবার সেই সূত্র ধরে ঐক্যফ্রন্টের শরিক নেতাদের ওপর চটেছেন ড. কামাল। এছাড়া ঐক্যফ্রন্টের শরিক নেতাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন।

স্বাধীনতার দিবস উপলক্ষে সম্প্রতি এক আলোচনা সভায় এমন ক্ষুব্ধ পরামর্শ দেন ড. কামাল। তিনি বলেন, এখন বিতর্কে জড়ানোর সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

এর আগে গত ২৫ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেন। এমনকি নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের মূলহোতা হিসেবে ড. কামাল হোসেনকেই দায়ী করেন। তিনি বলেন, ড. কামালকে নেতা মেনে বিএনপির অধঃপতনের জন্য বিএনপি নিজেই দায়ী।

অন্যদিকে, ৩১ মার্চ (সোমবার) জাতীয় ঐক্যফ্রন্ট মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় ড. কামাল হোসেনের বক্তব্যের শেষে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে বিএনপির নেতাকর্মীরা ড. কামালের ওপর চড়াও হন। এতে বিব্রত অবস্থায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ড. কামাল হোসেন।

গুঞ্জন উঠেছে, নির্বাচনে পরাজয়, বিএনপির ধরাশায়ী অবস্থা ও রাজনৈতিক বিপর্যয়ের দোষ ড. কামালের ওপর চাপাতে এবং তাকে হেনস্তা করতে বিএনপির সিনিয়র নেতাদের পরামর্শে এমন বিব্রতকর অবস্থা তৈরি করা হচ্ছে। আর ড. কামাল এসব বুঝতে পেরেও নীরব প্রতিবাদ জানাতে ঐক্যফ্রন্টের শরিক নেতাদের ওপর ক্ষিপ্ত হয়েছেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর