
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (২৪ ফেব্রুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুলের সম্প্রতি দেয়া একটি বক্তব্যকে উদ্ধৃত করে রিজভী বলেন, ‘আমি মির্জা ফখরুলকে বলবো, নির্বাচনে হেরে যাওয়ার পেছনে আপনার নেতৃত্বে যেহেতু দুর্বলতা ছিল, আর আপনি সেই দায় যেহেতু মিডিয়ার সামনে স্বীকার করেছেন- এখন তাহলে দয়া করে পদত্যাগ করুন। দলকে দয়া করে রেহাই দিন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য দলের নেতা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ না করে থাকতে পারেন না।’
রিজভী বলেন, ‘দলে ফখরুলের জবাবদিহিতা না থাকায় খামখেয়ালি আচরণ করছেন তিনি। নির্বাচনের পর মির্জা ফখরুলের আচরণ হলো ‘রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’ অবস্থার মতো। দল যেখানে বিপর্যয়ের মুখে সেখানে মির্জা ফখরুলের আয়েশি জীবন নিয়ে কর্মীদের মনে নানারকম প্রশ্ন সঞ্চার হচ্ছে। মির্জা ফখরুল গণতান্ত্রিকপন্থায় মহাসচিব পদে অধিষ্ঠিত হননি। তিনি লন্ডনে টাকা দিয়ে সিলেকশনের মাধ্যমে দলের ওপর বোঝা হয়ে জোর করে বসে আছেন। অবৈধ মসনদ সুরক্ষায় তিনি গোপনে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘ইতোমধ্যেই আমার কাছে অভিযোগ এসেছে দলীয় কর্মীদের অনুদানের টাকা মির্জা ফখরুল আত্মসাৎ করেছেন। চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের টাকা তুলে তিনি গায়েব করে দিয়েছেন। মির্জা ফখরুল পুরান ঢাকার মৃত্যুর মিছিল নিয়ে কেবল বাগাড়ম্বর করছেন। তথাকথিত অনুদানের নামে নিজের পকেট ভারী করছেন।’
মির্জা ফখরুলের উদ্দেশে রিজভী বলেন, ‘নির্বাচনে এতবড় পরাজয়ের জন্য আপনার খামখেয়ালিসূলভ সিদ্ধান্তগুলো দায়ী। টাকা খেয়ে দলীয় মনোনয়ন দিয়েছেন আপনি। যার খেসারত দিতে হচ্ছে দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের। সাধারণ নেতাকর্মীরা আপনার ওপর বিরক্ত। সময় থাকতে সম্মান নিয়ে পদত্যাগ করুন। অন্যথায় আপনাকে পদত্যাগ করাতে তৃণমূল কর্মীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।’
উল্লেখ্য, খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের দ্বন্দ্ব এখন বিএনপির প্রধান বিষয়। বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সারা দেশেই। কিন্তু কেন্দ্রে এ মুহূর্তে দলাদলি চরম আকার ধারণ করেছে মূলত খালেদা-ফখরুল দ্বন্দ্বকে ঘিরেই। এ লক্ষ্যে ফখরুলবিরোধী একটি বলয় সৃষ্টি হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আলোকিত সিরাজগঞ্জ