বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির চার জন সংসদে যোগ দিতে চান

বিএনপির চার জন সংসদে যোগ দিতে চান

বিএনপির নির্বাচিত ৬ জন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জাহেদুর রহমান (ঠাকুরগাঁও-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও আবদুস সাত্তার ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)। এদের মধ্যে জাহেদুর রহমান, আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও আবদুস সাত্তার ভূঁইয়া সংসদে যাওয়ার জন্য আগ্রহী বলে জানা গেছে। সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিএনপি থেকে নির্বাচিত এই চারজন।

গণফোরামের দুজন প্রার্থী সংসদে যাবেন বলে সিদ্ধান্ত দেয়ার পর এবার বিএনপির নির্বাচিত আরও চারজন বিজয়ী প্রার্থী সংসদে যেতে চায়। এরইমধ্যে তারা সংসদে যাওয়ার জন্য গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খানের সঙ্গে যোগাযোগ করছেন।

বিএনপির পক্ষ থেকে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়া হলেও মজার বিষয় হলো বিএনপির সংসদীয় কমিটির যদি বৈঠক ডাকা হয় তাহলে এখন সংসদে যাওয়ার পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেশি। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুর ইতিমধ্যেই সংসদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদি জাহেদুর রহমান, আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও আবদুস সাত্তার ভূঁইয়া সংসদে যাওয়ার পক্ষে মতামত দেন তাহলে সংখ্যাগরিষ্ঠ সদস্য সংসদে যাওয়ার পক্ষে অবস্থান করবেন।

শুধুমাত্র বগুড়া-৪ থেকে মোশাররফ হোসেন এবং বগুড়া-৬ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যাওয়ার বিপক্ষে অবস্থান করছেন। মোশাররফ হোসেন বলেছেন, তিনি দলের বাইরে কোন সিদ্ধান্ত নেবেন না। সুতরাং বিএনপির সংসদে না যাওয়ার যে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল, সেখানে নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সংসদে যাওয়ার প্রশ্নই আসে না। যারা ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু নির্বাচনের আইন বলছে যে, দলের সাংগঠনিক ব্যবস্থার চেয়ে সংসদীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই তাদের জন্য চূড়ান্ত। ফলে আরও একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে বিএনপি। এ থেকে উত্তরণের পথ পাওয়া সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক সচেতন সুশীল সমাজ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর