শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে নেতিবাচক রাজনীতির অবসান চায় না বিএনপি

দেশে নেতিবাচক রাজনীতির অবসান চায় না বিএনপি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বাংলাদেশে নেতিবাচক রাজনীতির অবসান চায় না। তারা দেশে পলিটিক্স অব কনফ্রন্টেশন-এর অবসান চায় না। সে কারণে প্রধানমন্ত্রী যখন আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে যাবে না বলাটাই স্বাভাবিক। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘‘২০১৪ সালের নির্বাচনের আগে তিনি (প্রধানমন্ত্রী) খালেদা জিয়াকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন খালেদা জিয়া কী ভাষায় জবাব দিয়েছেন, সেটি আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। প্রধানমন্ত্রী ২০১৮ সালের নির্বাচনের আগেও সংলাপের জন্য ডেকেছিলেন। দেশের শতাধিক দলকে তিনি সংলাপে ডেকেছেন। জোটভুক্ত দলের হিসাব যদি করা হয়, তাহলে দলের সংখ্যা ২০০। তিনি সংলাপ করেছেন বিরামহীনভাবে। প্রধানমন্ত্রী আবারও সব রাজনৈতিক দলকে আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘‘পত্রপত্রিকায় দেখলাম বিএনপি নেতারা চা-চক্রে যাবেন না। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, যে দলের প্রধান হচ্ছেন সেই ধরনের নেত্রী, যার বাড়ির গেট থেকে প্রধানমন্ত্রীকে ফিরে আসতে হয়, সেই দলের নেতারা প্রধানমন্ত্রীর খোলা মনের আহ্বানÍ‘আসুন, দেশটিকে সামনে এগিয়ে নিয়ে যাই, নেতিবাচক রাজনীতির পরিবর্তে পলিটিক্স অব একমোডেশনে মনোনিবেশ করি’- এই আহ্বান গ্রহণ করতে পারেন না। তারা প্রধানমন্ত্রীর জন্য ঘরের দরজা খোলে না। তারা প্রধানমন্ত্রী টেলিফোন করলে এমন ভাষায় জবাব দেয়, সেটি কল্পনারও বাইরে। তারা চা-চক্রে যাবে না বলাটাই স্বাভাবিক। তারা বাংলাদেশে নেতিবাচক রাজনীতির অবসান চায় না। তারা বাংলাদেশে পলিটিক্স অব কনফ্রন্টেশনের অবসান চায় না। সে কারণে প্রধানমন্ত্রী যখন আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে যাবে না বলাটাই স্বাভাবিক।’ ‘বিএনপির মনে হয় একটু লজ্জা লাগছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে যেভাবে হেরেছে, এতে ওনাদের সঙ্গে আমারও লজ্জা লাগছে। আমি অনুরোধ জানাবো, লজ্জা পাওয়ার কিছু নাই। আপনারা যেভাবে নির্বাচনটাকে নিয়েছিলেন, এভাবে তো নির্বাচনে জেতা যায় না। আমি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাই, তিনি অন্তত জিতেছেন। তারা যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন সেভাবে বেশি আসন পাওয়ার কোনও সুযোগ ছিল না। আমি অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, আসুন দেশটিকে এগিয়ে নিয়ে যাই। নেতিবাচক মনোভাব পরিহার করে আসুন দেশটিকে এগিয়ে নিয়ে যাই।’ যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের ক্ষমতায় আর আসতে দেওয়া যাবে না, মন্তব্য করে তিনি আরও বলেন, ‘‘যখন ১০০ দিনের অবরোধ ডেকেছিল, যারা চাকরি করে তারা বেতন পেয়েছেন, যারা ব্যবসা করেন তাদের ব্যবসা মোটামুটি ছিল। লাথি পড়েছে শ্রমিকের ওপর। তারা ১০০ জনের ওপর চালক ভাইদের পুড়িয়ে হত্যা করেছিল। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তারা যাতে আর কোনও দিন এই দেশের ক্ষমতায় না আসতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতিবাচক রাজনীতি ‘পলিটিক্স অব ডিনায়েল’ অবসানে এবং সাংঘর্ষিক রাজনীতি ‘পলিটিক্স অব কনফ্রন্টেশন’ পরিহারে সব সময় কাজ করছেন।’ সংগঠনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠবার্ষিকীর আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুল আওয়াল শামীম প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই