বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬ কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

৩৬ কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীর সংখ্যা ৮০০ জন। আজ সোমবার বিকাল তিনটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

২৫ জানুয়ারির মধ্যে তৃণমূলকে প্রতিটি ওয়ার্ডে তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর কথা বলা হলেও তারা সেটা করতে ব্যর্থ হয়। এ কারণে শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।

জানা গেছে, ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থী সিলেকশন করতে কেন্দ্রীয় ৮ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করে দেন। বিশেষ টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই বিশেষ টিমের নেতারা বৈঠক করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বৈঠকে উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাল তিনটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এছাড়া সন্ধ্যা সাতটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষাৎকার নেয়ার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেন।

সমর্থন পেতে দৌড়ঝাঁপ: ইতোমধ্যে কাউন্সিলর পদে দলের সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। স্থানীয় নেতাদের পাশাপাশি অনেকে কেন্দ্রেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। দল সমর্থন না দিলেও অনেকে নির্বাচন করতে অনড়। প্রয়োজনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ঢাকা দলের সমর্থন প্রত্যাশী মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রবি। তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে প্রমাণিত। ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় আহতদের উদ্ধারে রবিউল ইসলাম রবি ব্যাপক ভূমিকা ছিল। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ওই সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময় ব্যাপকভাবে পুলিশের নির্মম লাঠি চার্জের শিকার হন রবি। ইত্তেফাককে রবি বলেন, ‘দলের সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে রাজি আছি।’ ভাটারার একটি ওয়ার্ডে সমর্থন প্রত্যাশী একজন বলেন, ‘দলের সমর্থন চেয়েছি। তবে সমর্থন না পেলেও আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে সমর্থন প্রত্যাশী সাব্বির আহমেদ বলেন, দলের জন্য দীর্ঘদিন কাজ করছি। দল সমর্থিত একক প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

জানা গেছে, এত বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থন প্রত্যাশী হওয়ায় রীতিমতো প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকালের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনেও ভোট হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর