বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ও ভালো মানুষ, আপনারা ভোট দিন- বললেন তন্ময়ের স্ত্রী

ও ভালো মানুষ, আপনারা ভোট দিন- বললেন তন্ময়ের স্ত্রী

সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়ার প্রতিশ্রুতি দিলেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।

বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

শেখ সারহান নাসের তন্ময় বলেন, ২০০১ সালের পর বাগেরহাটে কি ঘটেছিল তা আপনারা ভালো জানেন। দেশের অন্য স্থানের চেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এই জনপদকে বিভীষিকাময় করে তুলেছিল। নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছেন। সেই অবস্থা থেকে বাগেরহাটের মানুষ আজ মুক্তি পেয়েছে। আওয়ামী লীগের বিগত ১০ বছরে বাগেরহাটে প্রভূত উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আমার পরিবার বঙ্গবন্ধুর পরিবার। এই পরিবারের রক্ত আমার শরীরে বহমান। এই রক্ত জনগণের সঙ্গে বেইমানি করতে জানে না।

শেখ তন্ময় বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, নেতা হতে আসিনি, এসেছি আপনাদের সেবা করতে। আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে সেবা করার সুযোগ দিন।

জনসভার প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন বলেন, দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আজ পদ্মা সেতু দৃশ্যমান, মংলা বন্দর কর্মচঞ্চল। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে বাগেরহাটের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

নৌকার প্রার্থী শেখ তন্ময়ের স্ত্রী শেখ ইফরা জনসভায় শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বলেন, ও খুব ভালো মানুষ। আর ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। খারাপ মানুষ দিয়ে কখনো ভালো কাজ হয় না। আমি তন্ময়ের জন্য আপনাদের কাছে ভোট চাই।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মীর শওকত আলী বাদশা এমপি, মহিলা এমপি হেপি বড়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর