বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

"তারা দেশে একটি জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন"

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ‘আগামীতে বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান ও জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইএসআইয়ের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। তারা দেশে একটি জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’

সম্প্রতি ‘টাইমস অব আসাম’ নামে একটি পত্রিকার বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম লন্ডনে আইএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে তারেক রহমান ও জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের এক বৈঠকের খবর প্রকাশ করে।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইএসআইয়ের পাশাপাশি ‘মাফিয়া ডন’ হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করছেন বলেও অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, ‘গত দুদিনের আপিলে বিএনপির প্রায় ১০০ প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। বিএনপির অনেকে হলফনামায় স্বাক্ষরও করেননি। তারপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। স্বাক্ষর না থাকার পরও গোলাম মাওলা রনির প্রার্থিতা ফেরত দেয়া হয়েছে। অথচ হলফনামায় স্বাক্ষর না করলে সেটা লিগ্যাল ডকুমেন্ট হয় না। এক্ষেত্রে বিএনপি নজিরবিহীনভাবে ইসির প্রচণ্ড আনুকূল্য পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপিলে অনেক প্রার্থীর প্রার্থিতা টিকে যাওয়ায় সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে ধন্যবাদও দিয়েছেন। অথচ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে বরাবরের মতো নানা মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্যে নির্বাচন, সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ জানাচ্ছেন অন্যদিকে রিজভী সাহেব ইসিকে দোষারোপ করছেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপির বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫৬ জন। আপিলে প্রায় ১০০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। অর্থাৎ তাদের প্রার্থী সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে। সেজন্য অনেকে বলছেন, বিএনপির নয়াপল্টন কার্যালয় এখন মনোনয়ন বাণিজ্যের হাট।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর