বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ তন্ময়কে নিয়ে ভোটারদের যত আগ্রহ

শেখ তন্ময়কে নিয়ে ভোটারদের যত আগ্রহ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট থেকে অংশ নেয়া তরুণ প্রজন্মের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়কে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তন্ময়। দলীয় মনোনয়ন পাওয়ার আগেই নতুন প্রজন্মের এই নেতার গণসংযোগ এবং বিভিন্ন ছবি ফেসবুকে ভাইরাল হয়। গণসংযোগ এবং বিভিন্ন সমাবেশ ঘিরে তন্ময়কে দেখতে নানা বয়সের নারী-পুরুষ রীতিমত ভিড় করছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে প্রথম যারা ভোট দিতে যাচ্ছেন, তন্ময়কে ঘিরে সেই সব তরুণ ভোটারদের আগ্রহের যেন শেষ নেই। অনেকই আবার তন্মকে নিয়ে ফেসবুকে নানা আগ্রহের কথা লিখেছেন।

সুদর্শন এবং সর্বদা হাস্যোজ্জ্বল তন্ময় এরই মধ্যে মানুষের হৃদয় জয় করেছেন, এমন কথা ভেসে বেড়াচ্ছে ভোটের মাঠে। সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন নৌকার কান্ডারি শেখ তন্ময়। তরুণ প্রজন্মের ভোটারদের নির্বাচনে অংশ নিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনিও।

শেখ সারহান নাসের তন্ময় আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর ও কচুয়া) থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্ময়কে নিয়ে এই আসনের ভোটারদের যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি দেশ এবং দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে নিজের আগ্রহের কথা জানালেন তিনি।

রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠা তন্ময় সুবক্তাও বটে। এর আগে তার নাম খুব একটা শোনা না গেলেও এখন বলা চলে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তার নাম। আর বাগেরহাটে তন্ময়ের নাম জানে না এমন মানুষ মনে হয় একটিও পাওয়া যাবে না।

তন্ময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নাতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীনের ছেলে।

তন্ময় জানান, আসন্ন সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে পারার মতো সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। এখন যে ধরনের পরিবেশ বিরাজ করছে তা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করেন তন্ময়।

তিনি আরো বলেন, ‘আমি তরুণ প্রজন্মের প্রার্থী। তরুণদের জন্য একটি আলাদা কর্মসূচি আসবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আমি যদি নির্বাচিত হই তাহলে সেই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করব।’

‘আমাদের অনেক স্বপ্ন আছে। সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। যার জন্য আমার নির্বাচনে আসা। মানুষ এবং দেশের জন্য কাজ করার আগ্রহ নিয়ে এখানে এসেছি,’ যোগ করেন তিনি।

বাগেরহাট-২ আসনের কয়েকজন তরুণ ভোটার বলেন, তন্ময় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। তার কথা শুনে তাকে নিয়ে নানা আগ্রহ তৈরি হয়েছে। আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চাই।

১৯৮৭ সালে জন্ম নেয়া শেখ তন্ময় ঢাকায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখার পর ভারতে গিয়ে স্কুলে ভর্তি হন। পরে আবার ঢাকায় ফিরে ও লেভেল এবং এ লেভেল শেষ করেন। এরপর উচ্চশিক্ষা নিতে লন্ডনে যান। চলতি বছর তিনি বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর