• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

মনোনয়ন বঞ্চিত আ’লীগের আলোচিত তারকারা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দল ২৩০ জনের মনোনয়ন চূড়ান্ত করলেও এখন পর্যন্ত চিঠি পেয়েছেন দুশো জনের কিছু বেশি।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

এরইমধ্যে নির্বাচনের টিকিট পেয়েছেন বেশ কয়েকজন তারকা। এরমধ্যে প্রথমবার নির্বাচনের সুযোগ পেয়েছেন চিত্রনায়ক ফারুক (ঢাকা-১৭), পুনরায় মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-৩) ও মমতাজ বেগম (মানিকগঞ্জ-২)।

এদিকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বঞ্চিত হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী (ঢাকা-১৭), রোকেয়া প্রাচী (ফেনী-৩), তারিন জাহান (ঢাকা-১০), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), ডিপজল (ঢাকা-১৪), শমী কায়সার (ফেনী-৩), জ্যোতিকা জ্যোতি (ময়মনসিংহ-৩)।

মনোনয়ন প্রসঙ্গে রোকেয়া প্রাচী বাংলানিউজকে বলেন, যে-ই মনোনয়ন পান না কেনো, আমি নৌকার হয়ে মাঠে থাকবো।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ