ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে সাইফ আলী খানের কন্যা সারা আলী খান আর শচীন টেন্ডুলকারের কন্যা সারার টানাটানির কথা সবার জানা। তবে সেই টানাটানি শেষ হয়েছে। সাইফকন্যা সারাকে হারিয়ে শুভমনকে নিজের কোর্টে নিয়েছেন শচীনকন্যা সারা। এবার মধ্যরাতে শুভমনের সঙ্গে দেখা করতে গিয়ে খেলেন ধরা।
সাইফ-কন্যার থেকে শুভমনকে ছিনিয়ে নিতেই যেন দিন দিন সাহসী হয়ে উঠছেন শচীন-কন্যা। মুম্বাইয়ে ম্যাচ থাকলেই মাঠে দেখা যায় তাকে। তবে বেঙ্গালুরুতে দেখা মেলেনি। দিন কয়েক আলাদা ছিলেন তারা। তাতেই কি শুভমনের কথা বড্ড মনে পড়ছে তার?
টিম ইন্ডিয়া মুম্বই ফিরতে আর তর সয়নি শচীনকন্যার। রাতেই চলে যান শুভমনের সঙ্গে দেখা করতে! মধ্যরাতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। তবে কোথাও শুভমনের দেখা মেলেনি। তবে গুঞ্জন শুভমনের সঙ্গে সাক্ষাৎ সেরেই সঞ্জয় লীলার অফিসে যান সারা।
এদিকে শিগগিরই বিনোদন দুনিয়ায় নাম লেখানোর কথা রয়েছে শচীন-কন্যা সারার। ফলে বলিউডে আসা যাওয়া বেড়েছে তার। এদিকে শভমনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেও পরিকল্পনা ছে তার। এমন কথা ফাঁস করেছেন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় চিরাগ সুরি।
সূত্র- Dhaka Mail
আলোকিত সিরাজগঞ্জ