শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি

বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি

সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবার পরীক্ষা-নিরীক্ষার পর দুঃসংবাদ দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তারা জানিয়েছে, আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে অনির্দিষ্টকালের জন্য মেসিকে মাঠের বাইরে থাকতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে, তিনি কত দ্রুত সেরে উঠতে পারেন এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’

এদিকে চোটের কারণে ২৭ জুলাই লিগস কাপে পুয়েবলা এবং ৩ আগস্ট টাইগার্সের বিপক্ষে তার খেলা হচ্ছে না।

এর আগে, মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির অন্তত পরবর্তী দুটি ম্যাচে পাওয়া যাবে না তাকে।

মার্তিনো সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে।’

এদিকে মেসি অবশ্য দ্রুত ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষ্যমতে, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’

সূত্র: Rtv News

সর্বশেষ: