মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

সিরাজগঞ্জে এনডিপি’র আলোকিত গ্রাম কর্মসূচীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

সিরাজগঞ্জে এনডিপি’র আলোকিত গ্রাম কর্মসূচীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

সংগৃহীত

গত ২৬ জুন বুধবার এনডিপির প্রধান কার্যালয়ে এনডিপি’র আলোকিত গ্রাম কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ব্যাক্তিকে আইজিএ সহায়তা ও অসুস্থ দরিদ্র রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অর্থের অভাবে ব্যাবসা পরিচালনা করতে পারতো না পারা প্রতিবন্ধী ব্যাক্তি ঝালমুড়ি বিক্রেতা চরবড়ধুল গ্রামের মো. আব্দুর রাজ্জাক মন্ডলকে আইজিএ সহায়তা বাবদ ৫ পাঁচ হজার টাকা, একই গ্রামের অসুস্থ দরিদ্র রোগী মোছা. সেলিনা বেগমকে চিকিৎসা সহায়তা বাবদ  ৫ পাঁচ হজার টাক ও হায়াতন বেগমকে ১ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, সহকারী ব্যবস্থাপক (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম, কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল ও কর্মসূচির ভলান্টিয়ার মোছা. মারজিয়া খাতুন। উল্লেখ্য এনডিপি’র নিজস্ব অর্থায়নে সংস্থা কর্তৃক পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচিটি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গত ৮ ফেব্রুয়ারি ২০১৭ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ: