সংগৃহীত
গত ২৬ জুন বুধবার এনডিপির প্রধান কার্যালয়ে এনডিপি’র আলোকিত গ্রাম কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ব্যাক্তিকে আইজিএ সহায়তা ও অসুস্থ দরিদ্র রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অর্থের অভাবে ব্যাবসা পরিচালনা করতে পারতো না পারা প্রতিবন্ধী ব্যাক্তি ঝালমুড়ি বিক্রেতা চরবড়ধুল গ্রামের মো. আব্দুর রাজ্জাক মন্ডলকে আইজিএ সহায়তা বাবদ ৫ পাঁচ হজার টাকা, একই গ্রামের অসুস্থ দরিদ্র রোগী মোছা. সেলিনা বেগমকে চিকিৎসা সহায়তা বাবদ ৫ পাঁচ হজার টাক ও হায়াতন বেগমকে ১ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, সহকারী ব্যবস্থাপক (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম, কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল ও কর্মসূচির ভলান্টিয়ার মোছা. মারজিয়া খাতুন। উল্লেখ্য এনডিপি’র নিজস্ব অর্থায়নে সংস্থা কর্তৃক পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচিটি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গত ৮ ফেব্রুয়ারি ২০১৭ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।