শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

কাজিপুরে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

কাজিপুরে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরের বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা রোপনরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কনকনে শীতকে উপক্ষো করেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ।

উপজলোর বিভিন্ন স্থানে দেখা যায় মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা। ট্রাক্টর দিয়ে জমি চাষ পানি সেচ বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানোর শেষে চারা জমিতে রোপনের মতো কাজে ব্যস্ত সময় পার করছনে কৃষকরো। এছাড়া নারীরা ও কৃষি কাজে সহযোগিতা করার দৃশ্য পরিলক্ষিত হয়।

উপজেলার কৃষি অফিস জানায়,  এবছর কাজিপুর উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়ছেে ১৩০৮০ হক্টের জমি। আমনের পাশাপাশি বোরো আবাদে ঝুকছেন কৃষকরা। চলতি মৌসুমে শীতে বীজ তলার তেমন ক্ষতি না হওয়ায় জমিতে চাষাবাদ ঠিকমতো করা হচ্ছে। কৃষি কর্মকর্তা জানান এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সর্বশেষ: