সংগৃহীত
সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলা টেকনাফ থানার শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফ এর ছেলে নুরুল আফসার (২৬)
কক্সবাজার জেলা টেকনাফ থানার লেদা পাড়া গ্রামের স্বামী মৃত রেদুওয়ান এর স্ত্রী নুনু বেগম (৩৬)
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, জানান, শনিবার ভোর ৪টায় সলঙ্গা থানা ধোপাকান্দি গ্রামে আঁখি যমুনা গার্ডেন এন্ড রেস্টুরেন্টের সামনে ফাঁকা জায়গায় চেকপোস্ট ডিউটি চট্টগ্রাম হইতে বগুড়াগামী হ্যানি এন্টারপ্রাইজ বাস তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ০১টি করে মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।