
কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো শহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ সদর – কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত।
তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে জন সাধারনকে সাথে নিয়ে কঠোর অবস্থান নেয়ার আহবান জানান নেতাকর্মীদের। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মকবুল হোসেন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কামারখন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রেজা সহ আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন , সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের অসংখ্য জনসাধারণ।
আলোকিত সিরাজগঞ্জ