
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝাঐল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের দুই বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি বলেন, ” বিএনপি জামায়াত মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়।কয়েকবার অবৈধ ভাবে উপার্জিত কালো টাকা সাদা করেছে খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশী প্রেতাত্মাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসতে চায়”।
তিনি আরও বলেন, ” বর্তমানে মানুষের আয় বেড়েছে কয়েকগুন। সাধারণ মানুষ জ্বালাও পোড়াও চায় না। তারা চায় নিজেদের জীবন মান উন্নয়ন। আর বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে হলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃড় ও দূরদর্শী নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল”।
উক্ত উঠান বৈঠকে ঝাঐল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কামারখনদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, ঝাঐল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠান্ডু, কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম ও একরাম।
জনসভায় পরিনত হওয়া উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঝাঐল ইউনিয়ন ছাত্রলীগ, ঝাঐল ইউনিয়ন যুবলীগের, স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ।
আলোকিত সিরাজগঞ্জ