শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রাহায়ণ ১৪৩০

চৌহালীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মমিন মন্ডল

চৌহালীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মমিন মন্ডল

সিরাজগঞ্জের চৌহালীতে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌহালী সরকারি কলেজ মাঠে কুরকি কলেজ পাড়া যুব সংঘের আয়োজনে খেলায় অংশ নেয় চরজাজুরিয়া যুব সংঘ বনাম  করিম একাদশ যুব সংঘ।

খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল। এসময় চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, সহসভাপতি হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ওসি হারুন অর রশিদ, জেলা পরিষদ সদস্য মাসুদ রানা, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা উপস্থিত ছিলেন।

খেলায় চরজাজুরিয়া একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া রানার্স আপ সহ অন্য খেলোয়াড়দের পুরস্কার তুলে দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ