সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

হামলা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে এক পরিবারের

হামলা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে এক পরিবারের

প্রতিপক্ষের হামলার পর আতঙ্ক বিরাজ করছে সিরাজগঞ্জের আনোয়ার হোসেনের পরিবারে। বাড়িঘর ভাঙচুর করায় খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। তবে অভিযুক্তদের দাবি, নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে মিথ্যাচার করছে।

প্রতিপক্ষের হামলায় তছনছ বসত ঘর। এই শীতেও খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাছেন বাড়ির লোকজন। গত ৭ নভেম্বর সিরাজগঞ্জের দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে অতর্কিত হামলা হয়। মারধর করা হয় বাড়ির লোকজনদের।

অভিযোগ উঠে, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশি মিনহাজ আলীর লোকজন এই নৃশংসতা চালায়। তবে অভিযোগ অস্বীকার করেছে মিনহাজের পরিবারের সদস্যরা। তাদের দাবি, তাদের বাড়ি দখল করে বসবাস করছে আনোয়ারের পরিবার।  

ভাঙচুর ঘটনায় দুই পক্ষ পাল্টা মামলা করে। এতে মোট সাত জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে উভয়পক্ষের সবাই জামিনে আছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: