• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

বেলকুচিতে ১শ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ আব্দুস সাত্তার (৬০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার গভির রাতে পৌর এলাকার শেরনগর বাসস্টেন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এসময় তার শরীর তল্লাশী করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আব্দুস সাত্তার এনায়েতপুর থানার বেতিল চরের মৃত মহের ব্যাপারীর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রবিবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিত থানার সেকেন্ড অফিসার এসআই শামীম রেজার নেতৃত্বে এক দল পুলিশ শেরনগর বাসস্টেন্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ সাত্তার নামের এক জনকে আটক করা হয়। সে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ