শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা

সিরাজগঞ্জে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা

সিরাজগঞ্জে গত ৪ দিন ধরে পাবনা-সিরাজগঞ্জ-শাহজাদপুরের মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই রুটে চলাচলকারী হাজার হাজার মানুষ চরম দুভোর্গের মধ্যে পড়েছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সদস্য শের এ খান বাংলাদেশ জার্নালকে জানান, গত ২১ জুন শুক্রবার শাহজাদপুর ট্রাভেলসের মালিক তরুন এবং অরুনের উপস্থিতিতে তাদের পেট্রোল পাম্পের সামনে পাবনার তিতাস গাড়ির ড্রাইভার মিলনকে শাহজাদপুরের শ্রমিক ইউনিয়নের সদস্যরা মারধর করে।

পরের দিন অর্থাৎ ২২ জুন শনিবার ঐ সব সন্ত্রাসীরা আবারও তিতাস গাড়ির হেলপার আরিফকে একই স্থানে বেদম মারপিট করে। গুরুতর আহত মিলন এখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সদস্য শের এ খান বাংলাদেশ জার্নালকে আরও জানান, শাহজাদপুর ট্রাভেলস গাড়ির মালিক তরুন ও অরুনের সামনে এবং তাদের দু’জনের সরাসরি মদদে এ ঘটনা ঘটানো হলেও উল্টো তাদের নামে মিথ্যে প্রচারণা চালানো হচ্ছে।

সাগর হোসেন নামে শাহজাদপুরের এক মোটর শ্রমিক সাংবাদিকদের বাংলাদেশ জার্নালকে জানান, গত শনিবার তিনি পাবনা মোটর কেন্দ্রীয় বাসস্টান্ডে তার গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। এ সময় কয়েকজন শ্রমিক তাকে বেদম মারপিট করে। এবং যৌনাঙ্গে আঘাত করে।

এ ঘটনার সঙ্গে পাবনার তিতাস গাড়ির মালিকের যোগসাজশ রয়েছে। তিতাস গাড়ির মালিক হলেন মো. রোফাজ্জল হোসেন। তবে এ ঘটনায় পাবনা মোটর মালিক গ্রুপের সদস্য শের এ খানের উপর দোষারোপ করে শাহজাদপুরের শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করছে। তারা এই সব কারণে শাহজাদপুরের উপর দিয়ে চলাচলকারী সকল গাড়ি বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

পাবনা মোটর মালিক গ্রুপের সদস্য শের এ খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ জার্নালকে জানান, অহেতুক তাকে দোষারোপ করা হচ্ছে। তিনি কোনভাবেই এই অপকর্মের সঙ্গে জড়িত নন বলে জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই