শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাড়াশে ধান ব্যবসায়ীদের ওজন নিয়ে কারসাজি!! ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক

তাড়াশে ধান ব্যবসায়ীদের ওজন নিয়ে কারসাজি!! ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক

দেশের প্রচলিত নিয়মে ৪০ কেজিতে এক মণ। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে তাড়াশ উপজেলার ধান ব্যবসায়ীরা চাষীদের জিম্মি করে তাদের কাছ থেকে প্রতি  মণে ১ থেকে ২ কেজি ধান বেশি নিচ্ছে। চাষীদেও অভিযোগ ওই এলাকার সকল ধান ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এ নিয়ম চালু করছে। এতে অসহায় চাষীরা হতাশ হয়ে এর প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
গত কয়েকদিন তাড়াশের বিনসাড়া, বারুহাস, গুল্টাসহ বিভিন্ন হাট ঘুরে ও ভুক্তভোগী চাষীদের সাথে কথা বলে জানা গেছে, আগে প্রতি মণে ৪০ কেজি ধান হিসাব করলেও ব্যবসায়ীরা এবছর প্রতি মণে ১ কেজি করে বেশি অর্থ্যাৎ ৪১ কেজি করে ধাণ নিচ্ছেন। কোন চাষী বাড়তি ১ কেজি না দিলে তার ধান  ব্যবসায়ী কিনছেন না। তাই টাকার প্রয়োজনে বাধ্য হয়ে মণে ১ কেজি ধানের ধাম বাদ দিয়ে টাকা নিতে হচ্ছে তাদের।
চাষীরা আরো বলেন এমনিতেই এবছর ধানের দাম বিগত কয়েক বছরের তুলনায় মণে ১’শ থেকে ২’শ টাকা কম। এরপর আবার তাদের মণে ১ কেজি ধানের দাম কম নিতে হচ্ছে। গত বছরে এসময়ে মিনিকেট জাতের ধান চলনবিলের হাটগুলোতে ৮’শ ৫০ থেকে ৯’শ ৫০ টাকা মণ দরে বিক্রি হত। সেখানে এবছর বিক্রি হচ্ছে ৬’শ ৫০ থেকে ৭’শ ৫০ টাকা মণ দরে। বিনসাড়া গ্রামের চাষী মো. ইব্রাহীম হোসেন বলেন, তিনি ৩৫ মণ ধান বিক্রি করতে বিনসাড়া হাটে এসেছেন। বাড়ি থেকে ওজন দিয়ে ধান হাটে তুলেছেন। প্রয়োজনের তাগিদে কম দামে ধান বিক্রি করতে রাজি হয়েছেন। কিন্তু ধানের ক্রেতা (ব্যবসায়ী) ৩৫ মণ ধানে ২০ কেজি ধানের দাম কম দিচ্ছেন। কারণ প্রতি মণে ১ কেজি করে বেশি দিতে হচ্ছে। এতে তিনি প্রায় ৪’শ টাকা কম পাচ্ছেন।
চাষী ইব্রাহীমের মত হাটে ধান বিক্রি করতে আসা অন্য  চাষদের অভিযোগ তাদের প্রত্যেকের ধানে মণে ১ কেজি দাম কম দেওয়া হচ্ছে। এনিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে ঝগড়া হচ্ছে প্রতি হাট বারে। কিন্ত হাটের সব ব্যবসায়ী একজোট হওয়ায় তাদের ওই অন্যায় আবদার মেনে নিতে বাধ্যে হচ্ছে চাষীদের। এব্যাপারে তাড়াশ উপজেলার গুল্টা হাটের ব্যবসায়ী মো. বুলবুল আহম্মেদ মণে ১ থেকে দেড় কেজি ধান বেশি নেওয়ার কথা স্বীকার করে বলেন, চাষীদের সম্মতিতেই বেশি নেওয়া হয়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, বিষয়টি সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই