শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাড়াশে প্রতিমণ ধানের দামে মিলছে একজন শ্রমিক

তাড়াশে প্রতিমণ ধানের দামে মিলছে একজন শ্রমিক

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একজন কৃষি শ্রমিকের মজুরির টাকায় এক মণ ধান পাওয়া যাচ্ছে। তবুও শ্রমিক সংকট দেখা দিয়েছে উপজেলায়। জানা গেছে, মাঠে মাঠে পাকা ধান। সোনালি ফসলের দোলায় কৃষকের মুখে হাসির ঝলক। কিন্তু হঠাৎ করে ধান কাটা শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় এবং ধানের নায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকের মাথায় হাত।

ধান কাটা মৌসুমে একজন শ্রমিকের মজুরি ছয় থেকে আটশত টাকা দিতে হচ্ছে। আর প্রতিমণ ধানের দাম ৫২০ টাকা ৬শত টাকা। কৃষকদের অভিযোগ ধানের নায্যমূল্য পাচ্ছেন না তারা। ধানের দাম না বাড়ায় তাদের লোকসান গুণতে হচ্ছে। উপজেলার তাড়াশ সদর গ্রামের কৃষক রেজাব আলী জানান, বোরো ধান চাষে বীজ, সার, কিটনাশক, চারা লাগানো, জমি পরিষ্কার করা, ধান কাটা শ্রমিক খরচসহ প্রতিমণ ধানে উৎপাদন খরচ পড়ছে কমপক্ষে নয়শত থেকে এক হাজার টাকা।

বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে প্রকার ভেদে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৬শত টাকা আর ধান কাটা শ্রমিকের মজুরি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দিয়ে। এতে করে প্রতিমণ ধান লোকসানে বিক্রি করতে হচ্ছে। তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, মাঠে ধান আবাদ করা ছাড়া আমাদের কোন উপায় নেই তাই বাধ্য হয়ে লোকসান হলেও ধানের আবাদ করতে হয়। সরকার সরাসরি যদি কৃষকদের কাছ থেকে ধান নেয় তাহলে লোকসান কম হবে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ইরি বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৭৫০ হেক্টর জমি। কিন্তু লক্ষমাত্রা অর্জন হয়েছে ২৩ হাজার হেক্টর জমি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই