শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

রায়গঞ্জে ছাত্র লীগের কর্মী সভায় আজিজ এমপি

রায়গঞ্জে ছাত্র লীগের কর্মী সভায় আজিজ এমপি

তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব আক্তারের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩,রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সহ সভাপতি রহমত আলী সরকার, সাইদুল ইসলাম চাঁন,আব্দুল হালিম খান দুলাল,ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার প্রমুখ।বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমাবেশের বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। এ ধারা অব্যাহত রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান বক্তারা।সমাবেশে উপজেলার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ