
শাহজাদপুর সংসদীয় আসনের অন্তর্গত পোরজনা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুর পথ সভা ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সচিত্র লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ পহেলা অক্টোবর রবিবার সন্ধ্যায় পোরজনা ইউনিয়নের ঐতিহ্যবাহী জামিরতা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে জনসাধারণের পথ সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে উক্ত লিফলেট বিতরণ ও পথ সভায় হালিমুল হক মিরু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলস ভাবে কাজ করে চলেছেন। যারা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন চায় না, যারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় তারা বিদেশী স্বার্থান্বেষীদের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের সাধারণ মানুষ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করে এই ষড়যন্ত্রের জবাব দেয়ার জন্য প্রস্তুত।
আলোকিত সিরাজগঞ্জ