শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলুপ্তির পথে তাড়াশের ইমামবাড়ি

বিলুপ্তির পথে তাড়াশের ইমামবাড়ি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় ৫শত বছরের পুরনো ইসলামের বানীবাহক শাহ ইমাম (র.) এর ইমাম বাড়িটি বিলুপ্তির পথে। আর ইমাম বাড়িটি পুর্ননির্মানের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাছাড়া ইমামবাড়িটির অনেক জায়গা স্থানীয়রা দখল করে নিয়েছে বলেও জানা গেছে। উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে অবস্থিত প্রায় ৫শত বছরে পুরনো ইমাম বাড়ির একটি মসজিদ সম্পুর্নরুপে ধ্বংস হয়ে গিয়েছে।

শুধু গম্বুজের মতো ছোট একটি ঘর এখনো ঐতিহাসিক চিহৃ হিসেবে দন্ডায়মান থাকলেও তা একটি বৃক্ষের নিচে পড়ে রয়েছে। জানা যায়, সম্রাট জাহাঙ্গীর সিংহাসন আরোহনের পর সরাটের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। সেই সময়ে চলনবিল এলাকায় ব্যাসপরগনা পরিদশনের সময় বারুহাস গ্রামে এই অবস্থান করেছিলেন। সেই স্থানে পানিতে ঘেরা একটি উম্মুক্ত ভিটায় জুব্বা-পাগড়ীপরা সাথী সঙ্গীসহ শাহ ইমাম (র.) কে লক্ষ করে স¤্রাটের জলযান সেখানে ভিড়ানো হয়।

শাহ ইমাম (র.) এর জম্মস্থান ইয়ামেনে। তিনি বাংলাদেশে আসার পর চলনবিলের নির্ভৃত পল্লী বারুহাস গ্রামে আসীন হন। সেই সময়ে এই এলাকার অধিবাসীরা ছিল হিন্দু সম্প্রদায়ের। তিনি তাদের মধ্য ইসলামের বানী ও আদর্শ প্রচার করে অনেককে ইসলাম গ্রহন করান। তিনি চলনবিলের উত্তর ও মধ্যম স্থানটিকে ইসলাম প্রচারের স্থান হিসেবে বেছে নেন। এলাকাবাসীর দাবি ইমামবাড়িটির জায়গাগুলো উদ্ধার করে স্থাপনাগুলো পুর্ণনির্মান করে শাহ ইমাম (র.) এর সৃতি সংরক্ষণ করার।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর