
শুভ শুভ শুভ দিন, দেশরত্ম শেখ হাসিনার জন্মদিন- স্লোগানে স্লোগানে মুখরিত দলীয় কার্যালয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
তিনি বলেন, বঙ্গবন্ধু ধন্য পিতা, আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আধুনিক রূপ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে।
এমপি আজিজ বলেন, শেখ হাসিনার বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরী করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন-সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন-বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সাবেক পেট্রো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, অধ্যক্ষ আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু, যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান।
আলোকিত সিরাজগঞ্জ