শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

শাহজাদপুরে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

শাহজাদপুরে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

যুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস গাড়াদহ ইউনিয়ে ও পোতাজিয়া অনুষ্ঠিত হয় এবং অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে- সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত ২ স্থানে পৃথকভাবে কৃষকের মাঠ দিবস এবং শাহজাদপুর উপজেলা   কৃষি অফিসের  প্রশিক্ষণ রুমে -৩০ জন সুবিধাভোগী বাগান স্থাপনকারিদের নিয়ে     দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি  সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ  এ.কে.এম মফিদুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক,অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান  সহ অন্যান্য কর্মকর্তা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।

এসময়ে অনুষ্ঠানে আরো   কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা এবং কৃষকেরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ