
সিরাজগঞ্জের সলঙ্গায় অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি ফুটবল টুর্ণামেন্টের উদ্যোগে, ডাঃআব্দুল আজিজ এমপি ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কেসি ফরিদ পুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল খেলা উপভোগ করেন। টুর্ণামেন্টের সভাপতি ও নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও
নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল আলম।আরো উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সরকার, সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা,কোষাধ্যক্ষ প্রভাষক হাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শাহপ্রমুখ।
খেলায় দুই দলের ম্যানেজিং কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন ওমর ফারুক এবং খেলায় ধারাভাষ্যকারে ছিলেন,দাদপুর জি আর ডিগ্রি কলেজের প্রভাষক আবু হাসান। খেলায় ইয়ংস্টার ক্লাব ও শিয়ালকোল টু লায়ন্স এর মধ্যেকার উত্তেজনা পুর্ন খেলায় ৩-৩ গোলে ড্র হয়।পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়ংস্টার ক্লাব।
আলোকিত সিরাজগঞ্জ