• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

বেলকুচিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সিরাজগঞ্জের বেলকুচিতে (পিবিজিএসআই) স্কিমের আওতায় সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ১৫ জন ছাত্র ছাত্রীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
 
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে বিদ্যালয়ের হলরুমে  অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা। এ সময় পৌর মেয়র রেজা বলেন এক মাত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে গরীব অসহায় শিক্ষার্থীদের  মাঝে  উপবৃত্তি বিনামুল্যে বই বিতরণসহ সব প্রকারের সুবিধা তিনি করে দিয়েছেন। অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল মমিন আকন্দ, সামাদ মিয়া, লুৎফুন্নাহার,  তৃপ্তি রানী কর্মকার,  অমৃত কুমার,  বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ