• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

কাজিপুরে প্রাথমিকে শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পাঠ অনুষ্ঠিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্খীরা একযোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে নানা কর্মসূচি পালন করেছে।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে প্রতিটি শিশুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে অনুপ্রাণিত করতেই এই আয়োজন করা হয়।

 সোমবার সকাল সাড়ে নয়টায় থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে করে দৈনিক সমাবেশের  সাথে একজন শিক্ষার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চ এর ভাষণ উপস্থাপন করেছে। একইসাথে  প্রতিটি শ্রেণীতে অন্তত ১ ঘন্টা করে  "অসমাপ্ত আত্মজীবনী' ও ‘কারাগারের রোজনামচা' শিক্ষার্থীরা রিডিং পড়েছে। এরপর প্রতিটি শ্রেণীতে শ্রেণী শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছেন । সবশেষে  কুইজ প্রতিযোগিতা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ