• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

রায়গঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে আজিজ এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উৎযাপিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ইমরুল হোসেন তালুকদার।এছাড়া উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর এবং ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ