• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

রায়গঞ্জে আ. লীগের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি সাধারন মানুষের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজারে এগ্রোবেইজড সোসিও ইকোনোমিকাল ডেভেলপমেন্ট সার্ভিসেস(এ্যাসেডস) এর আয়োজনে উন্নয়ন প্রচার সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. মুন্নু খাঁন।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রায়গঞ্জ-তাড়াশ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তাঁরই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার সব ধরনের সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দিত সক্ষম হয়েছে। দেশে দারিদ্রতার হার এখন একেবারে নগণ্য। বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল।শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। এই উন্নয়নের ধারা ব্যাহত করতে জামাত বিএনপি উঠে পড়ে লেগেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্র আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আর এই সব বাধাবিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, নলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মন্ডল, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শেখ সহ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ