শাহজাদপুরে এশারত বাহিনীর প্রধান এশারত পুলিশের হাতে গ্রেফতার
আলোকিত সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯

অবশেষে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপশালী এশারত বাহিনীর প্রধান এশারতকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শাহজাদপুর উপজেলার ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তাহসিন হোসেনের দায়ের করা মামলায় উপজেলার বেলতৈল ইউনিয়নের মরাকাদাই গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, শাহজাদপুরে ঐতিহ্যবাহী ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে কলেজের লাইব্রেরিয়ান কর্তৃক লাঞ্ছিত ও অবরুদ্ধ করায় ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা সূত্রে প্রকাশ, গত ১৮ এপ্রিল দুপুরে কলেজের লাইব্রেরিয়ান তানবীর হাসান, এশারত আলী, আলম আলী ও আক্কাছ মন্ডল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে তার মনগড়া শিক্ষক প্রতিনিধি প্যানেল তৈরি করে অধ্যক্ষকে তাহসিন হোসেনকে জোর করে স্বাক্ষর প্রদানের জন্য চাপ সৃষ্টি করে । অধ্যক্ষ ওই মনগড়া কাগজে স্বাক্ষর না করায় তাকে লাঞ্ছিত এবং ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অধ্যক্ষকে উদ্ধার করে । কলেজের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক তাহসিন হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, কলেজের লাইব্রেরিয়ান তানবীর হাসান ও তার পরিবারের লোকেরা প্রায়ই কারণে অকারণে হুমকি প্রদর্শন করতো। তারা কলেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলো। প্রতিবাদ করতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। শিক্ষক প্রতিনিধি নির্বাচন মেয়াদ উত্তীর্ণের পূর্বেই এবং তফসিল ঘোষণার আগেই মনগড়া শিক্ষক প্রতিনিধি প্যানেল তৈরি করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অপচেষ্টার প্রতিবাদেই এ ঘটনা তারা ঘটিয়েছে। ইতিপূর্বে ওই লাইব্রেরিয়ানের বিরুদ্ধে কলেজে নানা অনিয়মের অভিযোগের কারণে গভর্নিং বডির সদস্য তাকে দুইবার কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দিলেও তিনি তা গ্রহণ করেননি। এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। অপরদিকে, গত ১৯ এপ্রিল অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান তার কার্যালয়ে এক জরুরি সভা আহবান করেন। উক্ত জরুরি বৈঠকে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অধ্যক্ষকে লাঞ্চিত করার ঘটনায় তানবীর হাসান, আলম আলী, এশারত আলী ও আক্কাছ মন্ডলকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন সকালে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক আসলাম হোসেনের নেতৃত্বে থানার একদল পুলিশ নিজ বাড়ি থেকে এশারতকে গ্রেফতার করে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি এলাকার এশারত বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ায় দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলেও এলাকার কেহই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এশারত বাহিনী একই ইউনিয়নের আইগবেড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে তার মধ্য হতে ২০ হাজার টাকা আদায় করেছে। বাকী ৮০ হাজার টাকা দাবি করে নিয়মিত ইসমাইল হোসেনকে মারপিট ও খুন জখমের হুমকিও প্রদান করে এশারত বাহিনী।
ইতিপূর্বে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শাহজাদপুর থানায় ইসমাইল হোসেনের দায়ের করা অপর এক অভিযোগ সূত্রে প্রকাশ, ইসমাইল হোসেন একজন দিন মজুর ও পান সুপারি বিক্রেতা। চলতি বছরের ৪ জানুয়ারি ইসমাইলের প্রতিবেশী বরাত আলীর মেয়ে সুমী খাতুন (১৫) তার ছেলে আশরাফ আলী (২০)’র সাথে প্রেমের দাবিতে বিয়ের জন্য তার বাড়িতে ওঠে। এ সময় সে মেয়ের বাবা সহ গ্রাম্য প্রধানদের শরণাপন্ন হয়। মেয়ের বাবা বরাত আলী এবং এলাকার প্রধান আব্দুল গফুর, পিতা- মৃত. জুলমত ও আঃ সামাদ, পিতা- মৃত. ইমান আলীসহ অন্যান্যরা ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় বিয়ের ব্যবস্থা না করে মেয়েকে তার বাব্ াআশরাফ আলীর সাথে পাঠিয়ে দেয়। তাছাড়াও আশরাফ আলী ছেলের বাবা ইসমাইলের গরীব সংসারে মেয়েকে বিয়ে দিতে অস্বীকার করেন। এ ঘটনা যে কোন ভাবে জানতে পেরে এশারত বাহিনীর প্রধান এশারত আলী (৬০) ও তার ৩ পুত্র আঃ লতিফ (৪৫), আনোয়ার হোসেন (৩৫), মোঃ বাবু মিয়া (৩০) সহ দলবল নিয়ে ইসমাইলের বাড়িতে গিয়ে আঃ গফুর এবং আঃ সামাদকে মারপিট করে। মারপিটের পাশাপাশি হতদরিদ্র ইসমাইল হোসেনের ১ লাখ টাকা জরিমানা করে। গত ১৩ জানুয়ারি সকাল ১১ টায় ইসমাইল তার জীবন রক্ষার্থে স্ত্রী আয়শা খাতুন ও স্ত্রীর বড় ভাই মোঃ আঃ কুদ্দুসকে সঙ্গে নিয়ে চরবেতকান্দি এলাকায় গিয়ে ২০ হাজার নগদ টাকা এশারতের হাতে তুলে দেয়। বাকি ৮০ হাজার টাকা দিতে অসমর্থ হওয়ায় তাকে মারপিট ও হত্যা করে লাশ গুমের হুমকি দেয়া হয়। নিরুপায় হয়ে ইসমাইল হোসেন গত ২৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর এবং ২৫ জানুয়ারি শাহজাদপুর থানায় দায়ের করে। পাশাপাশি এশারত বাহিনীর চাঁদাবাজিসহ নানা অপকর্মের অপর একটি অভিযোগ গত ২৯ জানুয়ারি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর দাখিল করে প্রতিকার দাবি করেন অসহায় দিনমজুর ইসমাইল হোসেন। এলাকাবাসীর আরও অভিযোগ, ‘এলাকায় সস্ত্রাসী কায়দায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসলেও প্রাণভয়ে প্রতিকার বা প্রতিরোধে সাহস না পাওয়ায় এশারত বাহিনীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ‘বিচারের বাণী’ নিরবে নিভৃতে কাঁদার মতোই চাপা পড়ে যায়। অবশেষে এশারত বাহিনীর প্রধান এশারতকে পুলিশ গ্রেফতার করায় ক্ষতিগ্রস্থ্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

- আজ ৬৯ কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী ‘অমূল্য সম্পদ’: প্রধানমন্ত্রী
- আ. লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়, প্রমাণিত
- কোষ্ঠকাঠিন্য দূর করতে দুধের সঙ্গে যা মিশিয়ে খাবেন
- ৭৫ টাকা খরচে শুরু সবুজ মিয়ার ছাদবাগানে এখন ১৫ জাতের সবজি
- মায়ের মুখে শুনে শুনে পড়াশোনা করে জিপিএ-৫ পেলেন দৃষ্টিহীন তাসপি
- সন্তানের জন্ম দিলেন ভারতীয় রূপান্তরকামী যুগল
- ভূমিকম্প-দুর্যোগের সময় নামাজে থাকলে করণীয়
- আরেকটি শিরোপার সামনে নারী ফুটবল
- উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলায় শীর্ষে: জিপিএ-৫ - ৪৩৭ জন
- সিরাজগঞ্জে সেনাবাহিনীর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর
- সিরাজগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠিত
- সিরাজগঞ্জ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
- ২১ ফেব্রুয়ারি ঘিরে ব্যস্ত সিরাজগঞ্জের ফুল চাষীরা
- তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
- তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশিকে জীবিত উদ্ধার
- মেট্রোরেলের র্যাপিড পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনে
- পাঁচ খাতে দক্ষ শ্রমিক নেবে সৌদি আরব, বাংলাদেশে প্রশিক্ষণের সুযোগ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চুরি-ডাকাতি রোধে বসছে ১৪২৭ সিসি ক্যামেরা
- বান্দরবানে গোলাগুলির পর ১৭ জঙ্গি গ্রেপ্তার
- ৩৭ ঘণ্টা পর ধংসস্তূপ থেকে উদ্ধার রিংকু
- কাটছে ডলার সংকট ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে
- নতুন মেগা প্রকল্পে অর্থায়ন করবে চীন
- থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন অক্টোবরে
- ভারতে রপ্তানি হচ্ছে ব্যান্ডউইথ
- তৈরি পোশাক কারখানায় ‘সবুজ বিপ্লবের’ নেতৃত্বে এগিয়ে বাংলাদেশ
- নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সংসদে বিল পাস
- রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীকে দায়িত্ব
- তথ্যপ্রযুক্তির ওপরও জ্ঞান অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
- তাড়াশে এলজিইডির দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ
- কুল চাষে নড়াইলের রাকিবের ভাগ্যবদল
- খিরার বাম্পার ফলন, দামেও খুশি কৃষকরা
- শাহজাদপুরে কৃষি উন্নয়ন প্রকল্পের মালচিং শীটে স্কোয়াশের হাসি
- একটি ছাগল দিয়ে শুরু করে কোটিপতি তরুণ উদ্যোক্তা রাসেল!
- কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- সিরাজগঞ্জে ধূমপান ও তামাক প্রতিরোধে কনফারেন্স অনুষ্ঠিত
- কামারখন্দে ৯১ হেক্টর জমিতে বেগুনের বাম্পার ফলন
- সিরাজগঞ্জে বাড়ছে কার্পাস তুলার ফলন
- মালচিং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন শিবচরের কৃষকরা!
- উল্লাপাড়ায় কৃষি বিভাগের পরামর্শে খিরা চাষে বাম্পার ফলন
- ৩টি গরু দিয়ে শুরু করে কোটি টাকার খামারের মালিক নাসরিন!
- ৫০০০ মানুষ পেয়েছে ডা. মিল্লাত এমপি’র বিনামূল্য স্বাস্থ্যসেবা
- প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে রাসেলের চমক!
- চৌহালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা
- সিরাজগঞ্জে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- কামারখন্দে রবি মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
- কামারখন্দে মুগবেলাই গ্রামের মজনু ক্যাপসিকাম চাষে স্বাবলম্বী
- ৫ জাতের বরই চাষে রফিকুলের ৮ লাখ টাকা লাভের আশা!
- সিরাজগঞ্জে পলিনেট হাউসে ফুল চাষে লাভবান কৃষক
- করলা চাষে আলতাবের মুখে হাসি, লাখ টাকা আয়ের আশা!
