• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণে তানভীর ইমাম এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি ব্রি- ধান-৭৫ উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এম. পি তানভীর ইমাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতাসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ