• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সামাজিক সমস্যা নিরসন বিষয়ক কর্মশালায় মিল্লাত এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সভা এবং সামাজিক সমস্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায়  শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না । 

এসময়ে বিভিন্ন  তিনি তার বক্তব্যে  বলেন, জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার প্রসার ও গবেষণা কাজ পরিচালনার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান দেশের সর্বস্তরের লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদগণের সম্মিলিত প্রয়াসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গবেষণা, পুস্তক প্রকাশ ও প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন দ্বীনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করে যাচ্ছেন এবং  সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ইসলামিক মিশন, মসজিদভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ও যাকাত ফান্ড, ৫৬০ টি মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ