বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নদীর তীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনে মমিন মন্ডল এমপি

নদীর তীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনে মমিন মন্ডল এমপি

সিরাজগঞ্জের চৌহালীতে নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২ জুন) বেলা ১২টার দিকে নদীভাঙন কবলিত চৌহালীর খাসপুকুরিয়া হতে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এসময় এনামুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সদরে গ্রহণ করেছেন দেশবাসী। এই বাজেট বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি।

উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে।

চৌহালী ও পার্শবর্তী টাংগাইল জেলার নাগরপুরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, নদী ভাঙনের কারণে আপনারা দিশেহারা। এই কাজের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত হলেও এবছরের মধ্যেই কাজ শেষ করা হবে। উল্লেখ্য, যমুনা নদীর বামতীরের চৌহালী উপজেলার নদী ভাঙনরোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে. এম হোসেন আলী হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান প্রামানিক, ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা প্রকৌশলী মাহবুর  রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত), চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তাজ উদ্দিন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় হাজারও মানুষ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক