• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

রায়গঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে আজিজ এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার ঘুড়কা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি মাঠে স্থানীয় যুব সমাজ এই খেলার আয়োজন করে।

এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার ৫০টির অধিক ঘোড়া তিনটি বিভাগে অংশ নেয়।ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় উপভোগ করেন শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন তারা।

পরে প্রতিযোগিতা অংশ গ্রহণ করা প্রতিটি ঘোড়ার মালিকদেরকে সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মতিন আকন্দ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ