বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে অবৈধভাবে স্কুলের গাছ কাটার ঘটনায় তদন্ত শুরু

সিরাজগঞ্জে অবৈধভাবে স্কুলের গাছ কাটার ঘটনায় তদন্ত শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক হাই স্কুলের অবৈধভাবে গাছ কাটার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামছুল হককে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটি অপর ২ সদস্য হলেন, সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও উপ-সহকারী ভ’মি কর্মকর্তা । এ কমিটি ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত স্কুল মাঠ এলাকায় প্রায় ২০টি ইউক্যালেপ্টাস গাছ লাগানো হয় প্রায় ১৫ বছর আগে। গত মঙ্গলবার দুপুরে স্কুল কর্তৃপক্ষ সরকারি বিধি উপেক্ষা করে ওই মাঠ এলাকার ১২ গাছ বিক্রি করে দেয়। এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।  এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন,  গাছ স্কুল থেকে লাগানো হয়েছিল। কিন্তু গাছগুলো বড় হবার পর এর শিকড় পার্শ্ববর্তী লোকজনের জমির সীমানায় ঢুকে যায়। এ কারণে গাছগুলো ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন বলেন, ওই বিদ্যালয়ের অবৈধভাবে গাছ কাটার ব্যাপারে অভিযোগ পেয়েছি। এ অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এ কমিটি তদন্ত কাজ শুরু করেছেন বলে  তিনি উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক