বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন

রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন

সোমবার  এনডিপি আশা প্রজেক্টের উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন করা হয়েছে । বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়  সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ”ন্যায্যতাভিত্তিক বিনয়োগ: শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে   Rally ও আলোচনা সভা  উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার,সিরাজগঞ্জ মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান,রায়গঞ্জ  ইমরুল হোসেন তালুকদার, মেয়র, রায়গঞ্জ পৌরসভা আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, চেয়ারম্যান পাঙ্গাসী ইউনিয়ন মোঃ রফিকুল ইসলাম, ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাজেদুল আলম ও প্রভাষক এবং ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, রায়গঞ্জ মোঃ মনিরুজ্জামান হোসেন, ধানগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আরা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয় ও  কলেজের ছাত্রছাত্রীসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ তৃপ্তি কণা মন্ডল।অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এমএন্ডই) ও আশা প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান।  কর্মসূচিটি সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।পরিশেষে উপস্থিত সকলে এবং সভার সভাপতি এনডিপির সকল কার্যক্রম সহ আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং আশা প্রজেক্টের সফলতা কামনা করেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর