বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী জাতীয় কবি নজরুল ইসলাম’র জন্মোৎসব পালিত

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী জাতীয় কবি নজরুল ইসলাম’র জন্মোৎসব পালিত

নজরুল একাডেমি, সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম উৎসব উপলক্ষে তৃতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ৷  শনিবার (২৭ মে) সন্ধ্যায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নজরুল একাডেমীর সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাবেক মন্ত্রী ,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ড.এস. আ. এম. এ রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য, বি এল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম শেখ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক নাট্যব্যক্তিত্ব,নজরুল একাডেমী উপদেষ্টা মন্ডলীর সদস্য আসাদ উদ্দিন পবলু,নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মো: রায়হান কবির মিঠু প্রমুখ।

এ সময় প্রধান অতিথি লতিফ বিশ্বাস বলেন, কবি নজরুলের বিখ্যাত গান চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল রণ সংগীত হিসেবে ঘোষণা দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে যেমন গুণী মেধাবী ছিলেন তেমনি নজরুলকে চিনে ছিলেন বলে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ রেখে দিয়েছিলেন। কবি নজরুলের অনবদ্য সৃষ্টি বিদ্রোহী কবিতা। এই কবিতা প্রকাশের পর ব্রিটিশদের ভীত কেঁপে উঠেছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর